আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবস ২০২২ পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার চত্বর থেকে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন।
আরো বক্তব্য রাখেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান আল মামুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সল চৌধুরী, তথ্য আপা মেরিনা নাসরিন, আনসার ভিডিপি কর্মকর্তা, সমবায় কার্যালয় কর্মকর্তা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সিনিয়র সাংবাদিক আইয়ুব খান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, রাজীব দেব রায় রাজুসহ প্রমুখ।