রুবেল মিয়া, মাধবপুর :
জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২২ উপলক্ষর হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।
রোববার (২’ অক্টোবর) সকালে উপজেলা কনফারেন্স হল রুমে মাধবপুর উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসানের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।
সভায় অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী, মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুর মামুন, একাডেমিক সুপার ভাইজার রোখসানা পারভীন, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান প্রমুখ।
বক্তারা বলেন,দারিদ্র্য আমাদের প্রধান শত্রু। দারিদ্র্য দূর করতে হলে আমাদের আত্মনির্ভরশীল হতে হবে। খাদ্য-বস্ত্রসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী আমাদেরই উৎপাদন করতে হবে।