নবীগঞ্জ প্রতিনিধি : আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য উর্ধ্বগতি রোধ, যানজট নিরসন, দিনের বেলায় হোটেল রেস্তুরা বন্ধ রাখাসহ শহরের ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠা দোকান-পাঠ উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত গ্রহন করেছে নবীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটি।
গত সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত আইনশৃংখলা কমিটির বিশেষ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন, থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, জাপা সদস্য সচিব মাহমুদ চৌধুরী, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, প্রেস ক্লাব সভাপতি এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, আনোয়ারুর রহমান, মোঃ ছালিক মিয়া, মেহের আলী মহালদার, সমর চন্দ্র দাশ, সৈয়দ খালেদুর রহমান খালেদ, ছাইম উদ্দিন, নজরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল মুক্তাদির চৌধুরী, ডাঃ মুছা হাওলাদার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রাশেকুজ্জামান খাঁন, সহকারী প্রকৌশলী ফজলুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমীন, আওয়ামীলীগ নেত্রী শেখ ছইফা বেগম কাকলী ও আনসার ভিডিপি প্রশিক্ষিকা খাদিজা ইসলাম প্রমূখ।
সভার শুরুতেই মাহে রমজানকে স্বাগত জানিয়ে সভার সভাপতি সভার কার্যক্রম শুরু করেন।
সভায় পবিত্র রমজান মাসকে পুঁজি করে কেউ যাহাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য বৃদ্ধি করতে না পারে সেদিকে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। এছাড়াও মাহে রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে দিনের বেলায় হোটেল রেস্তুরা বন্ধ রাখা, নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম স্থিতিশীল রাখা, শহরে যানজট নিরসনসহ অবৈধ ভাবে গড়ে উঠা ফুটপাতের দোকান গুলো উচ্ছেদ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।