আজিজুল হক নাসির : চুনারুঘাট উপজেলার আমুরোড হাই স্কুল এন্ড কলেজে গতকাল মরহুমা হামিদা বেগম ছাত্র বৃত্তি কল্যান ট্রাস্ট কর্তৃক ৩০ মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষ্যে বিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সদস্যদের ও অভিবাবকদের নিয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধক্ষ জনাব আলা উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আজাদ,ইঞ্জিনিয়ার আবুল কালাম,শামসুল আলম ফুল মিয়া,দিদার হোসেন,মাস্টার আবুল কাসেম,উম্মে মাহমুদা সুলতানা প্রমূখ। তাছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ,বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রী ও তাদের অভিবাবক বৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্য কালে ছাত্র-ছাত্রী ও তাদের অভিবাবকদের শিক্ষার জন্য বিভিন্ন পরামর্শ ও উৎসাহ প্রদান করেন এবং সকল বক্তারাই মরহুমা হামিদা বেগমের রুহের মাগফেরাত কামনা করেন।
অনুসন্ধানে জানা যায়,বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ওয়ারিশানহীন হামিদা বেগম মৃত্যুর আগে তাঁর সঞ্চিত লক্ষাধিক টাকা বিদ্যালয়ের গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য রেখে যান। যার সুবাদে ঐ টাকার মুনাফা থেকে এই বৃত্তি ব্যবস্থা চালু করেন বিদ্যালয় সংশ্লিষ্টরা।