বাহার উদ্দিন, লাখাই :
হবিগঞ্জের লাখাইয়ের দিহান ৭ মাসে পবিত্র আল কোরআন এর হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নের মধ্য সিংহগ্রামের আফসানুর ইসলাম(দিহান)।
দিহান এর পারিবারিক সূত্রে জানা যায়, লাখাই উপজেলার করাব ইউনিয়নের মধ্য সিংহগ্রামের রফিকুল ইসলামের ৯ বছরের ছেলে আফসানুর ইসলাম দিহান ৭ মাসে কোরআনের হাফেজ হিসেবে জ্ঞ্যান অর্জন করছে।
দিহানের পিতা রফিকুল ইসলাম বলেন আমার ছেলে বি-বাড়ীয়া জেলার বিশ্ব রোড এলাকায় অবস্থিত মারকাতুজ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে কোরআনের হিসেবে জ্ঞ্যান অর্জন করেছে।
আনুষ্ঠানিক ভাবে আমার ছেলে দিহানের মাথায় পাগড়ী পরিয়ে দিয়েছে মাদ্রাসার কর্তৃপক্ষ। এতে আমি ঔ মাদরাসার মুহতামিম শায়খে নেছার আহমেদ নাসিরী সহ সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।