লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।
লাখাই থানা পুলিশ সুত্রে জানা যায় বুধবার ( ১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টা ৩০মিনিটে এস আই মোঃ শাজাহান সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার ১ নম্বর লাখাই ইউনিয়নের স্বজনগ্রাম নৌকা ঘাট থেকে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার শরীফপুর গ্রামের মনছুর আলীর ছেলে আহাম্মদ(২৩)পালিয়ে যায়।
আটক আসামী ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বাশাটি গ্রামের মৃত জিয়াউল হকের ছেলে শাকিব আল হাসান (২২) কে আটক করে লাখাই থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে লাখাই স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ নুরুল বশর চৌধুরী বাদী হয়ে ২০১৮ সালের মাদক আইনে ৩৬(১) সারণিক ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামী কে হবিগঞ্জ সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হয়েছে।
আসামী আটকের বিষয়টি লাখাই থানার ওসি তদন্ত চম্পক দাম নিশ্চিত করেছেন এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।