স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াবান্ধব সরকারপ্রধান। ক্রীড়ােেত্র সম্পৃক্তদের জন্য তাঁর অপরিসীম আবেগ ও ভালোবাসা রয়েছে। এ সরকারের সময়ে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় বাংলাদেশের ছেলে-মেয়েরা ক্রীড়াক্ষেত্রে সুনাম বয়ে এনেছে।
ভবিষ্যতেও এ পৃষ্টপোষকতা অব্যাহত থাকবে। তিনি গতকাল হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার (২০২২) সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, ক্রীড়া আমাদের একটি শক্তি।
আমাদের সন্তানদের ক্রীড়ার প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা দিতে হবে। সুস্থ-সবল জাতি গড়তে খেলাধূলার বিকল্প নেই। এছাড়া মাদক আর অপসংস্কৃতি থেকে জাতিকে দূরে রাখতে ক্রীড়ার কোন বিকল্প নেই। ক্রীড়া খাতকে যত বেশি বিকশিত করা যাবে তত বেশি আমাদের উন্নয়ন হবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে আমরা ব্যাপক উন্নয়ন করেছি। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। হবিগঞ্জের জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম প্রমুখ। পরে এমপি আবু জাহির বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।