আবুল হাসান ফায়েজ :
হবিগঞ্জের মাধবপুরে মোঃ তফছির মিয়া (২৫) নামে এক যুবক নিখোঁজ হওয়ার দুই দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় মাধবপুর থানার পুলিশ উপজেলার শাহজিবাজার এলাকার গ্যাস ফিল্ডের একটি তেলের ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে। সে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের মো: জলিল মিয়ার পুত্র । পরিবারসূত্রে জানা যায়, মোঃ তফছির পেট্রোবাংলার হবিগঞ্জ গ্যাস ফিল্ডে কাজ করতেন।
রবিবার (১১সেপ্টেম্বর) প্রতিদিনের মতো সকাল ৮ ঘটিকার দিকে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেড় হয়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। তফছিরের মা মোছাঃ সুফিয়া খাতুন জানান, ৪ ছেলে,১ মেয়ের মাঝে তফছির সবার বড়। বড় ছেলেকে হারিয়ে তিনি এখন পাগল প্রায় হয়ে পড়েছেন।
মাধবপুর থানার ওসি মো: আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, সকালে গ্যাস ফিল্ডের লোকজন একটি তেলের ট্যাংকে তফছির মিয়ার মৃতদেহ ভেসে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।