বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে হবিগঞ্জ – লাখাই সড়কের বুল্লাবাজার হইতে গুনিপুর সড়েকর সিংহগ্রাম অংশে সড়ক সংলগ্ন পুকুরে ধ্বসে পড়েছে সড়কের এজিং সমেত পুকুরের পাড়।সড়কের পুকুরপাড় অংশে গাইডওয়াল না থাকায় রাস্তায় এজিং ও পাড়ের গাছ- পালা সহ সড়কের ৫০ -৭০ মিটার অংশ বিগত কয়েকদিন পূর্বের বৃষ্টিতে ধ্বসে পুকুরের জলে মিশে গেছে।
এখন সড়কের এ অংশটি গাইডওয়াল নির্মান সাপেক্ষে পূনঃ সংস্কার না করলে সড়কের সিসি ঢালাই অংশও পুকুরের জলের সাথে যাওয়ার ঝুঁকিতে পড়বে।এতে বুল্লাবাজার – গুনিপুর সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারদের ভোগান্তি বাড়বে।এ সড়কে প্রতিদিন সিংহগ্রাম, পূর্বসিংহগ্রাম, গুনিপুর, আগাপুর,হরিনাকোনা গ্রাম সহ দূরবর্তী অসংখ্য গ্রামের হাজার হাজার মানুষ এ সড়কটি ব্যবহার করে পন্য পরিবহণ ও চলাচল করে থাকে।
এতদন্চলের মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এ সড়কটির উল্লেখিত অংশে পুকুরপাড়ে গাইডওয়াল নির্মানের দাবী জানাচ্ছে ভুক্তভোগী পথচারীরা।সরজমিন পরিদর্শনে ও স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায় সড়কটি বছরাধিক কাল পূর্বে সংস্কার করে সি সি ঢালাই করে ও প্রসস্থ করে পূনঃ নির্মান করা হয়।
সে সময় স্থানীরা পুকুরের পাড় অংশে গাইডওয়াল নির্মানপূর্বক পূনঃ নির্মানের দাবী জানালেও তা উপেক্ষিত হয়।গাইডওয়াল নির্মান করায় এবং সড়কের পুকুরপাড় অংশ পূর্বের তুলনায় সংকীর্ণ হয়ে পড়ায় চলতি বর্ষায় বৃষ্টিতে পুকুরপাড় ক্রমাগত ভেঙ্গে পড়তে পড়তে বর্তমানে পুরো পাড়টিই পুকুরের জলে মিশে গেছে।
এদিকে ধ্বসে অংশে সিসি ঢালাইয়ের নীচে পর্যন্ত মাটি সরে যাচ্ছে।এতে সড়কের মূল অংশও যে কোন সময় ধ্বসে যেতে পারে।এ ব্যাপারে এল,জি,ই,ডির উপজেলা প্রকৌশলী শাকিল আহমেদ এর সাথে আলাপকালে জানান স্থানীয়দের মাধ্যমে লিখিত ভাবে জানানোর পরামর্শ দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আস্বাস দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন এর সাথে আলাপকালে জানান সড়কের পাশে পূর্ব থেকে পুকুর বিদ্যমান থাকলে বা প্রয়োজনীয় ক্ষেত্রে গাইডওয়াল নির্মাণ করে সড়ক সংস্কার করার কথা। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।