স্টাফ রিপোর্টার :
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বিভিন্ন দাবি আদায়ের লক্ষে অর্ধদিবস কর্মবিরতি শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাঠ পর্যায় সকল উপজেলা ও জেলায় কার্যালয়ে।
গতকাল সোমবার থেকে শুরু হওয়া এ কর্মসুচী চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
কর্মসুচী যৌথভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকতার্ সমিতি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ সমিতি ও কর্মচারী কল্যাণ সমিতি। প্রথম দিনে হবিগঞ্জ জেলা ও উপজেলা অফিসে কর্মকর্তা কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে।
এসময় নেতৃবৃন্দ বলেন, ২০১২ সালে জাতীয় সংসদে সংসদে প্রণীত ”দুর্যোগ ব্যবস্হাপনা আইন-১২” অনুসারে কাটামো অনুসরণ ও নিয়োগবিধি বাস্তবায়ন করা। জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকতার্দের পদ উন্নতি। সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের নাম ও পদবীর পরিবর্তন। এসময় নেতৃবৃন্দ বলেন, এই সমস্ত বিষয় প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্বেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে দীর্ঘ ১০ বছর থেকে বাস্তবায়ন করা হচ্ছে না। আমাদের এই মৌলিক দাবী পুরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। প্রয়োজনে আরো কঠোর কর্মসুচী দেওয়া হবে।