বিশেষ প্রতিনিধি :
বাজার মনিটরিং ও অবৈধ মওজুদকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের উদোগে অভিযান পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত ভাড়া আদায়ে বিভিন্ন সময় যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে হবিগঞ্জ বানিয়াচং রোডের সিএনজি অটোরিক্সার কাউন্টার ম্যানেজারকে আর্থিক জরিমানা করা হয়।
গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার প্রতীক মন্ডল এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে শহরের চাষীবাজার এলাকায় পাইকারী সবজি বিক্রেতা ও নবীগঞ্জ রোডে অবস্থিত ডিমের আড়ৎদারদের সাথে কথা বলেন এবং মূল্য তালিকা প্রর্দশনের জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি হবিগঞ্জ-বানিয়াচং রোডে সিএনজি অটোরিক্সায় অতিরিক্ত ভাড়া আদায়ের কৌশল হিসেবে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় টিকিট কাউন্টার ম্যানেজারকে দুই হাজার টাকা জরিমানা করেন।
পরে তিনি বৃন্দাবন কলেজ এলাকায় বিভিন্ন রেস্টুরেন্টে সামাজিক পরিবেশ নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করেন। এসময় তিনি রেস্টুরেন্টে মালিকদেরকে সর্তক করে বলেন যে, কোন অবস্থাতে রেস্টুরেন্ট এর ভিতরে অসামাজিক কার্যকলাপ করা যাবেনা। অভিযানকালে সদর থানার একদল পুলিশ সদস্য সহায়তা প্রদান করেন।