নবীগঞ্জ প্রতিনিধি :
সদ্য প্রয়াত মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তি, কীর্তিনারায়ণ কলেজের প্রতিষ্ঠাতা,ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মাতৃভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সমাজসেবক, নবীগঞ্জের কৃতি সন্তান মেজর (অব:) সুরঞ্জন দাস ও তাঁর সহধর্মিণী কীর্তিনারায়ণ কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সুপর্ণা দাস’র বিদেহী আত্মার শান্তি কামনায় ৩ দিনব্যাপী অষ্টপ্রহর ব্যাপী লীলা সংকীর্তন মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
০৯,১০ ও ১১ সেপ্টেম্বর ৩ দিনব্যাপী অনুষ্টিত উক্ত মহতী অনুষ্ঠান গুলোতে অংশ গ্রহন করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, নবীগঞ্জ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু, হাজী আঞ্জব আলী হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আলতাব আলী, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান খান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিসৃটান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার ভক্তবৃন্দের উপস্থিতিতে আজ রবিবার মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে হরিনাম সংকীর্তন সম্পন্ন হয়েছে।