নিজস্ব প্রতিবেদক :
আগস্ট মাসের জন্ম নিবন্ধন সেবায় অধিক নিবন্ধন সম্পন্ন করে বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়ন হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা বিষয়ক প্রশিণ শেষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ শ্রেষ্ঠত্বের পুরস্কার প্রদান করা হয়। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমা এ শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন।
হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এলজিএসপি-৩ এর প্রকল্প পরিচালক এনামুল হাবীব। উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী নূরুল ইসলাম, উপ-পরিচালক বিজেন ব্যানার্জি, স্থানীয় সরকার শাখার কমিশনার মোঃ আশাদুল হক, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা প্রমুখ।