আকিকুর রহমান রুমনঃ-
হবিগঞ্জের বানিয়াচংয়ে আওয়ামিলীগের বিক্ষোভ মিছিল ও অন্যদিকে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এই দুটি প্রোগ্রামে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বানিয়াচং উপজেলা বিএনপির আয়োজনে দেশব্যাপী বিদ্যুৎ এর নজিরবিহীন লোডশেডিং,তেল, গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৬ সেপ্টেম্বর)বিকাল ৩ টায় স্থানীয় এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখনের সঞ্চালনায় ও সভাপতি মুজিবুল হোসাইন মারুফের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন।
এ সময় বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় কমিটি সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ জেলা বিএনপির সাবেক সহসভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহিন,মোঃ খালেদ মিয়া , জাকির হোসেন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বিএনপির যুবদল,কৃষক দল ছাত্রদল,মহিলা দল,জাসাস সহ অংগ সংগঠনের নেতাকর্মী বিভিন্ন ইউনিয়ন থেকে বিক্ষোভ সমাবেশে যোগ দেন।
এ সময় বক্তারা বলেন সরকারের এই অনৈতিক কর্মকান্ড দমাতে হলে সম্মিলিতভাবে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের প্রয়োজন।
অন্যদিকে একই দিনে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলের জন্য তারা তাদের রাজপথ দখলে রাখেন।
দেশব্যাপী বিএনপির আন্দোলনের নামে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
স্থানীয় বড়বাজার শহীদ মিনার চত্বর থেকে বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ছাত্রলীগ,যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ সহ সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি বের করেন।
মিছিলটি বড়বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্তিযোদ্ধা চত্বরে এক সমাবেশের মাধ্যমে সমাপ্ত করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আংগুর মিয়া,সহসভাপতি বিপুল ভূষণ রায়, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল,নজরুল ইসলাম,উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া,কৃষকলীগ সভাপতি কামাল উদ্দিন লাল,সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল, মাহমুদুল হাসান খান মামুন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুন মিয়া,আহমদ লস্কর, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান,আলহাজ্ব জয়নাল আবেদীন, আসাদ খান,আবুল হোসেন।