এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বালু খেকোর কাছে জনগণ নির্বিকার ধ্বংসের মুখে ব্রিজ কালভার্ট প্রদান সড়কপথ।
উপজেলার সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের দারাঁগাও, শ্রীবাড়ী,রানীগাও রাস্তার দারাঁগাও দেওছড়ার উপর নির্মিত প্রায় দশ গ্রামের বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ ব্রিজটি যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় ধ্বংসের মুখে।
অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বারবার গুরুত্বপূর্ণ ব্রিজটি অচল হয়ে পরে।ফলে দশটি গ্রামের জনসাধারনের যোগাযোগের জরুরি সেবা বিচ্ছিন্ন হয়ে যায়।
সাধারণত অবৈধভাবে বালু মহাল পরিচালনা এবং সীল্কা বালু উত্তোলনের ফলেই এমন অবস্থার সৃষ্টি হয়।
স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতার একাধিক বার মেরামত করা এবং সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিলেও কিছুতেই থামছে না বালু খেকোদের অবৈধ বালু উত্তোলন।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এক বক্তব্যে জানান,ইদানীং আরও দুটি মহালের নামে স্বীল্কা বালু
খোয়ারী নামে দুইটা ইজারা আনার গভীর পরিকল্পনা চলতেছে।আমরা বিষয়টি বিরোধিতা করছি।
তবোও যদি এলাকায় এ ধরনের কোন বালু মহাল আসে তাদের বিরুদ্ধে কঠিন একশন নেওয়া হবে।তিনি প্রশাসনের কাছেও বিনীত অনুরোধ জানান।এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেন।এছাড়াও তিনি বলেন আমি বরাবরই বালু উত্তোলন বালু খেকোর বিরুদ্ধে ছিলাম,এখনো আছি।
সবাইকে নিজনিজ জায়গা থেকে প্রতিবাদ করার জন্য বিনীত ভাবে অনুরোধও জানান তিনি।