আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাটঃ
চুনারুঘাটের গুইবিল সীমান্তে ৪৬ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি।
(০২ সেপ্টেম্বর)শুক্রবার সকাল সারে ৬ টায় গুইবিল টহলদলের নায়েব সুবেদার মোঃ গোলাম মোস্তফা এর নেতৃত্বে সীমান্ত পিলার ১৯৭১ এর ওখানে ডুলনা চা বাগান এলাকায় ভারতীয় গাঁজা ৪৬ কেজি জব্দ করে।
এসময় মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তবে তাদের কে ধরতে অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান বিজিবি।
জব্দকৃত গাঁজা নিয়মানুযায়ী ধ্বংস করা হবে।