নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের চুনারুঘাটে ১০০ পিস ইয়াবাসহ দীন ইসলাম (৪০) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।আটককৃত দীন ইসলাম সুনামগঞ্জের সোনাপুর গৌরারঙ্গ গ্রামের আব্দুন রহিমের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চুনারুঘাট থানার এসআই তারিকুল হাসান হিমনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শ্রীকুটা দারুল ইসলামি মাদ্রাসার পাশে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দীন ইসলামকে আটক করা হয়। আটককৃত দীন ইসলামের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
অপরদিকে উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউপির চান্দপুর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।ইয়াবা ও গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ।