এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে পাখি শিকার ও বাজারজাতকরণ করছে কিছু অজ্ঞাত অসৎ ব্যবসায়ি।
যা সচেতন মহলে ক্ষোভের দেখা দিয়েছে।
মঙ্গলবার (৩০ আগষ্ট)উপজেলা সকালে ১নং গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রাম এলাকায় একদল অসৎ পাখি শিকারী ব্যবসায়ি এমন ঘটনা ঘটিয়েছে।
জানা গেছে, লাইসেন্স না নিলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবার বিধান রেখে ‘পোষা পাখি ব্যবস্থাপনা বিধিমালা- ২০২০’ জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।এবং অবৈধভাবে পাখি শিকারী ব্যবসায়ীদের আটকের পর শাস্তির বিধান রেখে বন্য পাখি অবমুক্ত করা হচ্ছে দেশব্যাপী।
বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, পাখি ধরা, মারা এবং পোষা নিষেধ। তবে এটির ব্যবহার তেমন নেই বলেই মনে করেন সচেতন মহল।
অনুসন্ধানে সিলেট,হবিগঞ্জ ও মৌলভীবাজারসহ হাওর অঞ্চলগুলোতে নানা ভাবে পাখি শিকার করা হয় বলে জানা যায়। যেগুলোর মধ্যে এয়ারগানের ব্যবহার ছাড়াও আরো রয়েছে জাল বা ফাঁদ পাতা।
হাওর এলাকায় বিভিন্নভাবে পাখি ধরে সেগুলো অবৈধভাবে কেনা-বেচা করার অভিযোগও রয়েছে।
এবিষয়ে স্থানীয় বাসিন্দাগণ মনে করেন, পাখিদের রক্ষা করতে হলে এয়ারগান নিষিদ্ধ এবং জব্দ করা, হাওর পুলিশ গঠন এবং সামাজিক পর্যায়ে সচেতনতা তৈরি করতে হবে।এবং প্রশাসনিক তৎপরতা দৃষ্টি কামনা করেন।