লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে কালাউক সড়ক বাজারে দোকানের ভিতর বিদ্যুতের খুঁটি দূর্ঘটনার আশংকা কে নিবে এর দায়ভার।
স্থানীয় সূত্রে ও সরজমিন পরিদর্শনকালে জানা যায় লাখাই উপজেলার কালাউক সড়ক বাজারের সুলতান মার্কেটের ভাড়াটিয়া হাজী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নুর মিয়ার রড সিমেন্টের দোকানের ভিতর ১১ হাজার কেভি বিদ্যুতের খুঁটি। এই মার্কেটের মাঝে রয়েছে শতাধিক ভাড়াটিয়া দোকানদার। বাজার কমিটি ও দোকানীরা মার্কেট এর দোকান গৃহে বিদ্যুতের খুঁটি থাকা ব্যবসায়ী ও ক্রেতাসাধারণ সদা- সর্বদা আতংকিত অবস্থা থাকতে হয়।
এ ব্যাপারে হপবিস লাখাই জোনাল অফিসের ডিজিএমের সাথে যেগাযোগ করলে তিনি জানান সরেজমিনে না গিয়ে কিছু বলতে পারব না। এই বিদ্যুতের লাইনটি কত কেভির লাইন জানতে চাইলে তিনি জানান বিভিন্ন ক্যাটগরি আছে সরেজমিনে না গিয়ে বলতে পারবনা।এ ব্যাপারে হপবিস লাখাই জোনাল অফিসের এজিএম মোঃ শরীফুল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান এ সমস্যাটি সম্পর্কে আমরা অবহিত আছি তবে এর একটা সমাধানের চেষ্টা করছি। এই বিদ্যুতের লাইনটি কত কেভি জানতে চাইলে তিনি জানান ঐ বিদ্যুতের লাইনটি ১১ হাজার কেভি।
খোঁজ নিয়ে জানা যায় এই সুলতান মার্কেটটি প্রায় ১৮ বছর আগের। মার্কেট তৈরীর সময় ঐ খুঁটিটি যথাস্থানে রেখেই মার্কেট নির্মান কাজ করা হয়। তৎকালীন সময়ে লাখাই উপজেলা বিদ্যুতের অভিযোগ কেন্দ্র থেকে কোন ধরনের বাধা না আসায় বিদ্যুতের খুঁটি ভিতরে রেখেই দোকান ঘর নির্মান করেন।
এ ব্যাপারে কালাউক বাজার কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জিতু মিয়া ও সেক্রেটারি রাসেল আহমেদ সহ বাজারের ব্যবসায়ীবৃন্দের অভিযোগ জরুরী ভিওিতে ঐ খুঁটিটি অপসারণ না করলে যে কোন সময় দূর্ঘটনা ঘটে জানমালের ক্ষয়ক্ষতি হতে পারে। এ ব্যাপারে এলাকাবাসী ও কালাউক বাজার কমিটির দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঐ বিদ্যুতের খুঁটিটি জরুরী ভিওিতে অপসারণের জন্য সংসলিস্ট উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।