বিশেষ প্রতিনিধি :
নবীগঞ্জ উপজেলার পৌরসভার বাজারে বিভিন্ন জায়গায় কৃষিজাতপণ্য নিধার্রিত মূল্যে বিক্রি ও বিধিমালা তদারিকর লক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় কয়েকটি প্রতিষ্ঠানকে মামলা ও জরিমানা করা হয়। গতকাল রবিবার দুপুরে উপজেলা নিবার্হী কর্মকতার্র (ইউএনও) নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও সরকার নিধার্রিত পাকা রশিদ না থাকার অপরাধে পৌর শহরের তিনটি ব্যবসা প্রতিষ্টানকে ৭হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।এছাড়া বিভিন্ন সারের ডিলারকে সর্তক করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম ও নবীগঞ্জ থানার উপরিদর্শক নাঈম আহমদের নেতৃত্বে একদল পুলিশ সদস্য।