সৈয়দ সালিক আহমেদ :
হবিগঞ্জের মাধবপুরে শিল্প কারখানার বিষাক্ত কেমিক্যালে হাওর ও নদীতে মাছ মরে ভেসে উঠছে। উপজেলার সোনাই নদী, ভ্রাষ্টিনদী মাহমুদপুর প্লাবন ভুমিসহ সর্বত্র বিষাক্ত কেমিক্যালের কারণে মাছ মরে যাচ্ছে।
উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আবু আসাদ ফরিদুল হক জানান, বৃহস্পতিবার দুপুরে বুল্লা ব্রিজ থেকে শুরু করে মাহমুদপুর প্লাবন ভুমি পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় জুড়ে দেখা যায় মাছ মরে ভেসে বেড়াচ্ছে। এটাতো শুধু রাস্তার পাশ দিয়ে যাওয়ার দৃৃশ্য, হাওরের ভিতরে কি পরিমাণ মাছ মরে ধবংস হয়েছে তার কোন হিসেব নাই। নিয়ম অনুযায়ী বিশাক্ত বজর্র প্রসেসিং করে ছেড়ে দিবে, কিন্তু কারখানা গুলো সরাসরি নদী বা হাওরে ছেড়ে দিচ্ছে, যার কারণে এই অবস্থা।
পরিবেশ অধিদপ্তরের হবিগঞ্জের উপপরিচালক মিজানুর রহমান জানান, আমাদের জনবল কম থাকার কারনে এখনো হবিগঞ্জের সবগুলো শিল্প কারখানা পরিদর্শন করা সম্ভব হয় নাই। বিষয়টি যেহেতু অবগত হয়েছি, আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
জেলা মৎস অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী হবিগঞ্জ জেলায় প্রতিবছর চাহিদা মিটিয়ে প্রায় ৫মেট্রিক টন মাছ উদ্ধৃত থাকে। কিন্তু এভাবে যদি মাছের ভরা মৌসুমে বিষাক্ত কেমিক্যালে মাছ মরে যায়, তাহলে এটা আমাদের ভবিষ্যতের জন্য অশনিসংকেত।
দেশের উন্নয়নের জন্য শিল্প কারখানার বিকল্প নাই। এই শিল্প কারখানায় একদিকে যেমন অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, অন্যদিকে বেকারত্ব দুরীকরণে বড় ধরণের সহায়ক ভুমিকা রাখছে। তাই বলে পরিবেশের ভারসাম্য নষ্ট করে নয়। পরিবেশ যখন মানুষের বিরুদ্ধে চলে যাবে তখন আমাদের সব কিছুতেই সংকট চলে আসবে। হবিগঞ্জ এখন হয়ে গেছে ইন্ড্রাস্টি বা শিল্পাঞ্চল জেলা, কয়েক বছরের ব্যবধানে এই জেলায় গড়ে উঠছে পরিকল্পিত এবং অপরিকল্পিত অনেক গুলো শিল্প কারখানা।