শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:
শায়েস্তাগঞ্জে মানবাধিকার ,গণতন্ত্র, সুশাসন ,নারীর ক্ষমতায়নে এডভোকেসি বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
২৭ আগস্ট শনিবার সকাল ১১ টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এডভোকেসি নেটওয়ার্ক সদস্য আল আমিন এর পরিচালনায় ও শায়েস্তাগঞ্জ এডভোকেসি নেটওয়ার্ক কমিটি শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো: জালাল উদ্দিন রুমির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জালাল উদ্দিন মোহন, শায়েস্তাগঞ্জ ইউপি সদস্য আব্দুস সালাম।
তিন দিনব্যাপী কর্মশালায় ২৫ জন জন অংশগ্রহণ করেন। যারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী , হিজড়া, দলিত শ্রেণীদের প্রতিনিধি হিসেবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকদের নেতৃত্ব দিয়ে আসছেন, সে সকল ব্যক্তিরাই শায়েস্তাগঞ্জ পৌরসভা ,শায়েস্তাগঞ্জ ইউনিয়ন, নুরপুর ইউনিয়ন ও ব্রাহ্মণডুড়া ইউনিয়নের পক্ষ থেকে অংশগ্রহণ করেন।
তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ফেসিলেটেটর হিসেবে দায়িত্ব পালন করেন ওয়েভ ফাউন্ডেশন এর বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ শাহজাহান মিয়া, সহকারি সমন্বয়কারী সাইফুর রহমান চৌধুরী।
এছাড়াও শায়েস্তাগঞ্জ উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।