নিজস্ব প্রতিবেদক :
হাসুক রোগী বাচুক প্রাণ আমরা করব স্বেচ্ছায় রক্তদান’ এই স্লোগানকে সামনে রেখে শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরের হিলফুল ফুজুল যুব সংঘ সার্বিক সহযোগীতায় স্বেচ্ছায় মাত্র ৩০ টাকা ফি দিয়ে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এর কাজ সম্পন্ন হয়েছে।
শুক্রবার হিলফুল ফুজুল যুব সংঘ এর সকল সদস্যদের উপস্থিতিতে সকাল নয়টা হইতে সন্ধা ৯ টা পর্যন্ত এই কাজ সংগঠিত হয়।
সংগঠনটির সভাপতি মোঃ খালিদ সাইফুল্লাহ ( মাজিদ) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোঃ রাজিব হোসেন হোসেনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন –
নুরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার শেখ তানভীর হোসেন শফিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল হামিদ, শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ফরহাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শামীম মিয়া সহ সংগঠনের সদস্যরা।