স্টাফ রিপোর্টার :
শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজারে ১৫ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নূরপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইসহাক আলী সেবনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফের পরিচালনায় উক্ত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হোসাইন মোঃ আদিল জজ মিয়া।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, উপজেলা আওয়ামীলীগ নেতা শাহজাহান তালুকদার, আওয়ামীলীগ নেতা মোঃ জলফু মিয়া, নূরপুর আওয়ামীলীগের সহ সভাপতি অলি হোসেন লেচু, আব্দুল কাদির আসাদ, মোঃ আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মারুফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান দুদু, মোঃ ইউসুব আলী, প্রচার সম্পাদক তানভীর হোসেন শফিক, শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেল, নূরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শামীম মাহমুদ, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোঃ মুজিবুর রহমান উদয়, যুগ্ম আহ্বায়ক আবেদুর রহমান পাবেল, শেখ সোহানুর রহমান, ধনু আহমেদ রিপন, সেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ জুনায়েদ তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, এসময় ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিটি ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা-কর্মী, সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয় এবং দোয়া শেষে তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।