নিজস্ব প্রতিবেদক :
শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের পশ্চিম নছরতপুর গ্রামের মৃত মনসব উল্লাহর ছেলে বীর মুক্তিযোদ্ধা কিতাব আলী(৭৮) ইন্তেকাল করিয়াছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
২৬ আগষ্ট শুক্রবার ভোর ৫.১৫ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
জান যায়, গত ১৯ আগষ্ট শুক্রবার শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গেইট সংলগ্ন মা- ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেটকার ও ইমা গাড়ি সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা কিতাব আলী গুরুতর আহত হন।
গত এক সপ্তাহ সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে এক শোক বার্তায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাখাওয়াত হোসেন টিটু।