বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে প্রয়াত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে এর স্মরণে স্মরণ সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২৩ আগষ্ঠ) লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ শিক্ষক সমিতি লাখাই উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত স্মরণ সভা সমিতির সভাপতি লিটন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল আমিন এর সঞ্চালনায় অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডঃ মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন,জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ রুহুল্লাহ, লাখাই উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম।
স্বরণ সভায় প্রয়াত জীবন কুমার দে’র লাখাইয়ে কর্মরত অবস্থায় তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা অংশ নেন কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোওালেব,বুল্লা- সিংহগ্রাম বালিকা উচ্চবিদ্যালয় এর প্রধান শিক্ষক ফজলুল করীম, উপজেলা ক্রীড়া সংস্থা র সম্পাদক ফজলে এলাহী ফরহাদ, জামাল মিয়া, অলক কুমার পাল, মাওঃ সাইফুল ইসলাম, মলয় কুমার পাল,অগ্নিকুমার দাশ, আয়েশা সিদ্দীকা, সপ্না আক্তার, এম এ মতিন, সহকারী মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দীন,জিরুন্ডা মানপুর তোফায়েলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবু মোঃ সাঈদ জুনায়েদ প্রমুখ।
সভায় প্রয়াত জীবন কুমার দে’র জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন।তারা প্রয়াত জীবন কুমার দে এর কর্মময় জীবন এর বিভিন্ন দিক তুলে ধরে বলেন তিনি ছিলেন একজন পরিশীলিত মানুষ।তিনি দীর্ঘ ৯ বছর যাবৎ লাখাইয়ে কর্মরত কালীন লাখাইর শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন সাধনে ব্রতী ছিলেন।
বক্তাগন প্রয়াতের পারলৌকিক কল্যান কামনা ও স্রষ্টা যেন তার আত্নাকে সাধনোচিত ধামেস্থান দেন সে কামনা করেন।। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছানা উল্লাহ ও গীতা পাঠ করেন শিক্ষক হেমেন্দ্র চন্দ্র দাশ।