বিশেষ প্রতিনিধি :
বাহুবলে বৈধ কাগজপত্র ছাড়া ব্যবসা পরিচালনা করা ও ফুটপাতের রাস্তা দখল করে ব্যবসা করার অপরাধে পাঁচটি ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা ও বেশ কিছু অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। গতকাল রবিবার বিকালে ৫টায় উপজেলা নিবার্হী কর্মকতার্ (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমার নেতৃত্বে এঅভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকতার্ জানান, বেশ কিছু দিন বাজারের মুল সড়কের দুই পাশ দখল করে অবৈধ দোনপাট গড়ে উঠেছে। এসব দোকানপাটের কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে। তাই এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। পরে বৈধ কাগজপত্র ছাড়া ব্যবসা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোবাশ্বির মিয়া, শংকর দত্ত, আরিফুল হক ও তাউজ মিয়া প্রত্যেককে পাচঁ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তাছাড়া দুলাল মিয়াকে পাঁচশত টাকা জরিমানা কর। অভিযানকালে বাহুবল মডেল থানার একদল পুলিশ সদস্য সহায়তা প্রদান করেন।