বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পূর্ব পাহাড়পুর (গুমরাগুল) গ্রামের প্রবীণ মুরব্বি ওয়াজিদ আলী (৯০) ইন্তেকাল করেছেন। গতকাল রবিবার বেলা আড়াই টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ১মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
রবিবার বাদ মাগরিব মরহুমের নিজ বাড়িতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
এদিকে,ওয়াজিদ আলীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন সিদ্দিকী। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।