বিশ্বনাথ প্রতিনিধি : রমজানকে স্বাগত জানিয়ে বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা তালামীযের আওতাধীন আল-ইরশাদ লতিফিয়া দাখিল মাদ্রাসা শাখা’র উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ যোহর মাদ্রাসা প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ‘বাসিয়া ব্রীজের’ উপর পথসভায় মিলিত হয়।
শাখার সভাপতি আবিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট (পশ্চিম) জেলা’র সদস্য ও বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা তালামীযের আহবায়ক আলী আনহার শাহান। দেওকলস ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক হাফিজ গিয়াসউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা তালামীযের সদস্য সচিব মো. আবুল কাশেম, বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা তালামীযের সাবেক সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. আজাদুল ইসলাম, দেওকলস ইউনিয়নের সহ-সভাপতি নোমান আহমদ, তালামীয নেতা হাছান আহমদ, আব্দুল মুকিত, আব্দুল হামিদ, আব্দুল কাদির, জাকারিয়া আহমদ, আবু তালিব, রায়হান আহমদ, সেবুল আহমদ, ইলিয়াস আল- মুবিন প্রমুখ।