সৈয়দ আখলাক উদ্দিন মনসুর :
দফায় দফায় বৈঠকে ও শ্রমিকদের মজুরি নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।মজুরি বৃদ্ধির দাবি নিয়ে সারা দেশে প্রতিদিন কর্মবিরতি পালন করছে বাংলাদেশ চা – শ্রমিক ইউনিয়ন।
তাদের দাবি ১২০ টাকা মজুরিতে দ্রব্যমূল্যের এই বাজারে তাঁরা অমানবিক জীবন কাটাচ্ছেন । মজুরি বৃদ্ধি না হলে তারা আন্দোলন করে যাবেন । শ্রমিকদের টানা এই কর্মবিরতি কারণে হবিগঞ্জের ২৪ টি চা বাগানে লাখ লাখ টাকার কাঁচা চা-পাতা নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন বাগান মালিকরা।
মালিক পক্ষ আংশিক মজুরি বৃদ্ধি করতে চাইলে ও শ্রমিকরা তাদের দাবিতে অনর রয়েছেন । এ অবস্থায় বৃহস্পতিবার ( ১৮ আগস্ট) আন্দোলন অব্যাহত রেখেছেন চা বাগানের শ্রমিকরা । বাগানে বাগানে করছেন বিক্ষোভ,মিছিল ও কর্মবিরতি। চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পালন এ প্রতিনিধিকে বলেন, গত বুধবার ( ১৭ আগস্ট ) শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ও চা সংসদ কমিটির সঙ্গে বৈঠক করেছেন। এখন পর্যন্ত তারা কোনো সমাধান হয়নি।
চা বাগান কোম্পানী মালিক পক্ষ ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা দৈনিক মজুরি দিতে চায় কিন্তু চা বাগান শ্রমিকরা মানেনি । তাদের আন্দোলন চলমান থাকবে । তাদেরকে ছাড় দিতে হলে কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে ।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নিকটবর্তী চুনারুঘাট উপজেলার দাড়া গাঁও চা বাগানের শ্রমিক নেতা সভাপতি প্রেমলাল আহির এ প্রতিনিধিকে বলেন৷, প্রতিদিন একজন চা শ্রমিক ২৪ কেজি কাঁচা চা-পাতা সংগ্রহ করতে হয়। এর কাঁচা চা-পাতা বিনিময়ে দৈনিক ১২০ টাকা হাজিরা পান।
এর অতিরিক্ত কাঁচা চা-পাতা প্রতি কেজি চাপাতা জন্য ৪ টাকা ৫০ পয়সা করে দেওয়া হয়৷। অপর দিকে কাঁচা চা-পাতা কম হলে প্রতি কেজিতে ৫ টাকা করে কর্তন করা হয় । তিনি আরো বলেন, একেক জন চা শ্রমিক বর্তমানে মৌসুম দৈনিক ৫০ থেকে ১শ কেজি পর্যন্ত কাঁচা চা-পাতা তুলতে পারেন । অথচ চা মৌসুম ছাড়া টার্গেটই অর্জন করা হয় না । এখন তাদের মজুরি বৃদ্ধি না করলে চা বাগানের শ্রমিকরা বর্তমানে যুগে চলতে পারবে না । তাদের সংসার চালাতে হিমশিম খেতে হয় । তাই তাদের দাবি পূরণের লক্ষ্যে আন্দোলন অব্যাহত রেখেছেন ।
তিনি আরো বলেন, হবিগঞ্জের ২৪ টি চা বাগানের মধ্যে সরকারি ন্যাশনাল টি কোম্পানি,ডানকান ব্রাদাস চা বাগান,ফিনলে চা বাগান ও মালিকানা চা বাগান বহু ক্ষতি হচ্ছে কিন্তু সেই চা বাগানের কাঁচা চা-পাতা ক্ষতি তারা বুঝেন ।
এদিকে তাদের পেটে যদি ভাত না পড়ে,তাহলে তারা এই কর্ম করবো কি করে । তা ছাড়া কাঁচা চা-পাতা যদি বড় হয়ে যায় , তাহলে চা ও ভালো হবে না । চা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, হবিগঞ্জে মাধবপুর,চুনারুঘাট , বাহবল ও নবীগঞ্জ উপজেলা নিয়ে ২৪ টি চা বাগানের চা উওোলন হয় ৯ মাস ।
ডিসেম্বর,জানুয়ারি ও ফেব্রুয়ারি কাঁচা চা-পাতা উওোলন বন্ধ হয়ে যায় । তবে মার্চ থেকে নভেম্বর মাস পর্য ন্ত কাঁচা চা-পাতা উওোলন করা সম্ভব হয় ।
এ তিন মাসে বছরের প্রায় ৪০ শতাংশ চা পাতা উৎপাদন হয় । চলতি বছর দেশের ১৬৭ চা বাগানে লক্ষ্যমাএা ধরা হয়েছে ১শ মিলিয়ন কেজি চাপাতা । গত বছর ( ২০২১ সালে) চা উৎপাদন হয় ৯৬ . ৫১ মিলিয়ন কেজি চাপাতা ।