নিজস্ব প্রতিবেদক ॥
হবিগঞ্জের চুনারুঘাটে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পালকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে চুনারুঘাট অফিসার্স কাবের উদ্যোগে বিদায়ী অনুষ্টানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।
এ উপলক্ষ্যে উপজেলা সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, নবাগত এসিল্যান্ড আফিয়া আমিন পাপ্পা, উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হোসেন, কৃষি কর্মকর্তা মাহিতুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, খাদ্য কর্মকর্তা আবুল হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, নজরুল ইসলাম, প্রেসকাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, কালেঙ্গা বিটের রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সায়েম তালুকদার, সদর তহসিলদার আব্দুল্লা-আল-মামুন, সাংবাদিক মীর জুবায়ের আলম প্রমুখ।