নিজস্ব প্রতিবেদক :
শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
ভোর ৬টায় অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।
১৫ই আগষ্ট সোমবার সকালে শায়েস্তাগঞ্জ রেল পার্কিংয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
পরবর্তীতে উক্ত বিদ্যালয়ের ক্লাসরুমে প্রধান শিক্ষক আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কাওসার আহমেদ এর পরিচালনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় কবিতা আবৃত্তি, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন এদের মধ্যে বিজয়ীদেরকে পুরষ্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য আব্দুল কাদির আসাদ, শিক্ষানুরাগী সাংবাদিক সাখাওয়াত হোসেন টিটু, সকল শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে ১৫ই আগষ্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।