নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ উপজেলার কুখ্যাত চোর মুক্তাদির মিয়া (১৮)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার দিবাগত গভীর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত মুক্তাদির উপজেলার রামপুর গ্রামের সুজন মিয়ার পুত্র । তার বিরুদ্ধে নিয়মিত চুরির মামলা রয়েছে।
সুত্রে জানাযায়, উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামের কুখ্যাত চোর মোফাজ্জুল মিয়ার নেতৃত্বে চুরির একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। চোরের দল নিজ গ্রামসহ আশপাশের এলাকায় চুরি, ডাকাতিসহ নানা অপরাধ কর্মকান্ড গড়ে তোলে।
ইতিমধ্যে রামপুর, চানপুর ও রানীগাঁও এলাকায় মোবাইল, ঘর চুরি, গরু চুরি, নৌকা চুরি বৃদ্ধি পেয়েছে। উক্ত চোরের দল ওই সব চুরির সাথে জড়িত থাকায় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে তাদেরকে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান। এর মধ্যে রানীগাও গ্রামের আব্দুল গণির ছেলে সাহিদ মিয়ার দু’টি নৌকা চুরি করে বিক্রি করে চোরের দল।
এ বিষয়ে নবীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু হয়। মামলার প্রধান আসামী রামপুর গ্রামের ছোরাব উল্লার পুত্র কুখ্যাত চোর মোফাজ্জুল মিয়া, আজিম উদ্দিনের ছেলে মিনার মিয়া, সুজন মিয়ার ছেলে মুক্তাদির মিয়া, চানপুর গ্রামের কাছুম আলীর ছেলে মিজান মিয়া ও রাণীগাঁও গামের এনাম মিয়ার ছেলে আজিজ মিয়াকে আসামী করা হয়।
রবিবার (১৪ আগষ্ট) গভীর রাতে পুলিশের এসআই আবু সাঈদ গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে তাকে গ্রেপ্তার করেন। সোমবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশের গ্রেপ্তার এড়াতে অন্যান্য আসামীরা পলাতক রয়েছে।