প্রেস বিজ্ঞপ্তি :
রক্তের গ্রুপ নির্ণয়, প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মাধ্যমে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজে জাতির পিতার ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস কর্মসূচি পালিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে কলেজে জাতীয় পতাকা অর্ধ নমিত করে উত্তোলন করা হয়।
সকাল নয়টায় রেলওয়ে পার্কিংয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ, সাড়ে নয়টায় শোক র্যালীতে অংশগ্রহণ, সকাল ১১টায় কলেজে ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা’ শীর্ষক রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক কূইজ প্রতিযোগিতা এরপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বঙ্গবন্ধুসহ শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মুহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
বক্তব্য রাখেন প্রভাষক তহুরা বেগম, প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক মো.শাহীন মিয়া, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক মো: আরিফুর রহমান, প্রভাষক সুবর্ণা সাহা, প্রভাষক জাকিয়া মেহের ইভা প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন সাবাসপুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নুরুল আমীন।