বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আলম মিয়া (২১) নামের এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার লামাতাসি ইউনিয়নের দ্বিমুড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী তাহির মিয়ার পুত্র। রবিবার ১৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের তিতারকোনা পয়েন্টে এ ঘটনা ঘটে । পুলিশ রজব আলী নামের সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক ও হত্যাকান্ডে ব্যবহৃত ছুরা জব্দ করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বাহুবল উপজেলার ৫নং লামাতাসী ইউনিয়নের দ্বিমুড়া গ্রামের সাবেক মেম্বার কুতুব উদ্দিনের ভাতিজা আলফু মিয়ার সাথে ৭ লক্ষাধিক টাকা পাওনা নিয়ে প্রতিবেশী মালয়েশিয়া প্রবাসী তাহির মিয়ার স্ত্রীর বিরোধ চলছিল ।
এ বিরোধের জের ধরে গত ঈদুল আজহার আগে কুতুব মিয়ার উপর হামলা চালিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে তাহির মিয়ার লোকজন।
এ ব্যাপারে কুতুবউদ্দিন বাদি হয়ে নিহত আলম মিয়া ও কাজল সহ কয়েকজনকে আসামী করে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেন। এ মামলায় কাজল মিয়া, জুয়েল মিয়া ও জাহাঙ্গীর মিয়া এখনও জেল হাজতে রয়েছেন। এর মধ্যে প্রবাসী তাহির মিয়ার পুত্র নিহত আলম মিয়া সহ দুইজন কয়েকদিন আগে উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে আসে।
এদিকে রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মাইক্রোযোগে তিতারকোনা নামক স্থানে আলম মিয়াকে একা পেয়ে দ্বিমুড়া গ্রামের কুতুবউদ্দিনের ছেলে আলকাছ মিয়া(২৫) ও উজ্জ্বল মিয়া(২২) হাফিজপুর গ্রামের সালেক মিয়ার ছেলে নাহিদ মিয়া(২৩) সহ কয়েকজন ছুরিকাঘাত করলে আলম মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আলম মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান বাহুবল নবীগঞ্জ সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল খয়ের ও বাহুুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান সহ এক দল পুলিশ।
ওসি রকিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আসামি গ্রেফতারে অভিযান চলছে।