হবিগঞ্জ প্রতিনিধি ॥
হবিগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন রোগে আক্রান্ত ৩১ জন নারী-পুরুষের মাঝে প্রত্যেককে ৫০ হাজার করে মোট ১৫ লাখ ৫০ হাজার টাকার সরকারি চিকিৎসা সহায়তা বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।
রোববার দুপুর আড়াইটায় তিনি তার বাসভবনে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা বিতরণ করেন। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বারীন্দ্র চন্দ্র রায়সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপকারভোগীরা ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তারা একেকজন একেক রোগে আক্রান্ত হওয়ার পর সংসদ সদস্যের সুপারিশ নিয়ে সরকারি সহযোগিতা পাওয়ার জন্য আবেদন করেছিলেন।
চেক বিতরণ অনুষ্ঠানে উপকারভোগীদের উদ্দেশ্যে এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণেই আপনারা এই সহযোগিতাটুকু পেয়েছেন। এজন্য তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতে সকলের প্রতি আহবান জানান।