বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন ১ জন এবং আহত হয়েছে ৫ জন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় হবিগঞ্জ-লাখাই সড়কে লাখাই থেকে হবিগঞ্জ যাওয়ার পথে শুক্রবার দিবাগত রাত আনু্মানিক ১-১৫ মিনিটে লাখাইর করাব নামক স্থানে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সংগে ধাক্কা লাগে।
এতে অটোরিকশা দূর্ঘটনায় পতিত হলে হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের শাবাজ মিয়ার পুত্র অটো চালক মুন্না মিয়া(১৮) নিহত হয় এবং অটোরিকশার আরোহী একই গ্রামের ফারুক মিয়ার পুত্র এনামূল মিয়া(২৩), শাহাবুদ্দিন এর পুত্র নজরুল ইসলাম(১৮), আরব আলীর পুত্র আতাউর (২২), নবী হোসেন এট পুত্র আলমগির (২০)কিতাব আলীর পুত্র রমজান মিয়ার গুরুতর আহত হয়।
সংবাদ পেয়ে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক( এ,এস,আই) মফিজুল ইসলাম মরদেহ উদ্ধার করে থানা নিয়ে এসে শানিবার ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
আহতের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।