মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
আজ শনিবার দুপুরে দিকে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বীর মুক্তিযোদ্ধাদের হাতে সনদ ও স্মার্টকার্ড তুলে দেন মাধবপুর চুনারুঘাট-৪ আসেন সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রহম আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মধু মিয়া, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ওসমান, প্রেসক্লাবের সভাপতি অলিদ মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির হাসান প্রমুখ ।
এ সময় জানা যায়, উপজেলার ৪৫০ জন মুক্তিযোদ্ধা মধ্যে প্রথম ধাপে ২০১ জন বীর মুক্তিযোদ্ধা ডিজিটাল সনদ ও স্মাট আইডি কার্ড পাবেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষাকর্মকর্তা রফিকুল ইসলাম নাজিম ।