বাহার উদ্দিন :
শিক্ষার গুনগত মান উন্নয়ন ও উন্নত শিক্ষা নিশ্চিতকরনে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনের অংশ হিসাবে হবিগঞ্জের লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার মুড়িয়াউক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
বৃহস্পতিবার (১১ আগষ্ঠ) দুপুরবেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা
মোঃ শরীফ উদ্দীন লাখাইয়ে শিক্ষার মানউন্নয়ন ও উন্নত শিক্ষা নিশ্চিতকরনে বিদ্যালয় পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দা সুলতানা ও শিক্ষকমন্ডলী।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন শ্রেনী কক্ষ পরিদর্শন করেন এবং পাঠদান প্রত্যক্ষ করেন এবং ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দীন বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এর আশ্বাস দেন।এছাড়া কোন কোন সমস্যা স্থানীয়ভাবে সমাধানের আশ্বাস দেন।