মোযযাম্মিল হক, নাসিরনগর থেকে :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র মহররম ও ইমাম হুসাইন(রা:) এর শাহাদাৎ দিবস উপলক্ষে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ দিন ব্যাপী এ আয়োজনের গত মঙ্গলবার দিবাগত সারারাত ব্যাপী সমাপনী দিবস পালিত হয়েছে। সমাপনী দিবসে সভাপতি হিসেবে মুল্যবান নসিহত ও তালীম তারবিয়াত প্রদান করেন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ সালেহ আহমদ মামুন আল-হোসাইনী, সার্বিক পরিচালনায় ছিলেন আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল-হোসাইনী এবং আলহাজ্ব মাওলানা সৈয়দ আবুবকর সিদ্দিক আল-হোসাইনী।
প্রতি বছরের ন্যায় এবারও পহেলা মহররম বাদ আসর থেকে প্রতিদিন পবিত্র কুরআন খতম, মহররমনামা পাঠ, নাতে মোস্তফা সাঃ ও ইমাম হোসাইন রাঃ এবং আহলে বায়াতের জীবনী আলোচনা করা হয়েছে। দশ দিন ব্যাপী মাহফিলে পীরজাদা আলহাজ্ব মাওলানা সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনীর সঞ্চালনায় দেশবরেণ্য উলামায়ে কেরামগণ তাদের মূল্যবান নসিহত পেশ করেন।
বুধবার বাদ ফজর বিশেষ মোনাজাতে ইমাম হোসাইন রাঃ এবং আহলে বায়াতকে স্বরণ করে তাদের এই আত্নত্যাগের বিনিময়ে সারাবিশ্বের মুসলমানদের সার্বিক কল্যাণের জন্য মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করা হয়। মোনাজাত পরিচালনা ও ১০ দিন ব্যাপী মাহফিলের সমাপ্ত ঘোষণা করেন আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল-হোসাইনী।