সৈয়দ শাহান শাহ পীর :
আজ ১০ মহররম পবিত্র আশুরা। এ দিনে কারবালার প্রান্তরে ইমাম হোসাইন রাঃ সঙ্গি- সাথীদের নিয়ে শাহাদত বরণ করেছিলেন। ইসলামের ইতিহাসে প্রত্যেক মুসলমানদের জন্য এ দিনটি অতীব গুরুত্বপূর্ণ।
মহানবী সঃ এর দৌহিত্র ইমাম হোসাইন রাঃ শাহদত বরণ করেছিলেন সত্য এবং ন্যায় প্রতিষ্টার জন্য। তাই হিজরি সনের প্রথম মাস ১০ মহররম সারা বিশ্বের মুসলমানগন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আশুরা পালন করে থাকেন।
এ উপলক্ষে মুসলিম জাহানের ন্যায় নানা কর্মসূচির মাধ্যমে আশুরা দিবসটি আজ উদযাপন করবেন। এছাড়াও ওয়াজ- মাহফিল এবং মসজিদে – মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।