প্রেস বিজ্ঞপ্তি :
জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেছেন মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রয়াস প্রয়োজন। তাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একজন শিক্ষার্থীকে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।
শনিবার শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজের একাদশ শ্রেণির অভিভাবকদের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রভাষক মো: শাহীন মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফরিদ আহমদ, মো: ফজলুল হক কাজল, আ: কাদির আসাদ, কামনা বেসরা। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন প্রভাষক তহুরা বেগম, প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক মেহাম্মদ মহিউদ্দীন, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক মো: আরিফুর রহমান, প্রভাষক সুবর্ণা সাহা, প্রভাষক মো: হোসেন, প্রভাষক জাকিয়া মেহের ইভা প্রমুখ।
অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষ্যে প্রতিবছরের ন্যয় এবারও অভিভাবকদের মাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের মোবাইল ফোনে আসক্তিতে নিরুৎসাহিত করে পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার ব্যাপারে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষকমন্ডলী। অনুষ্ঠানে সেরা মেধাবী তিন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানের শুরুতে শোকাবহ আগষ্ট স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।