মোঃ আবুল কাশেম বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের নব-গঠিত কমিটির সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারন সম্পাদক বাবুল আখতার ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আয়না মিয়ার বাড়িতে এই সংবর্ধনা আয়োজন করা হয়।
স্থানীয় ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল আজিজ ও আ’লীগ নেতা আবুল কালামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারন সম্পাদক বাবুল আখতার ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমির আলী, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, প্রবাসী আওয়ামী লীগ নেতা ইলিয়াস আহমদ আয়না।
এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা জয়ন্ত আচার্য্য, রুনু কান্ত দে, আনোয়ার হোসেন, আছাব উদ্দিন, ফজলু মিয়া, শেখ আজাদ, আবুল কালাম, সামছুল ইসলাম ছুফি, মহব্বত আলী, আব্দাল মিয়া, আলি আখবর মিলন, শফিক মিয়া, আজাদ মিয়া, মোশারফ মিয়া, আজাদ মিয়া, আবুল কাশেম, নোয়াব আলী, আব্দুল গণি, জমির আলী, মজম্মিল আলী, কয়েছ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল উসলাম সিরাজ, সদস্য রফিক মিয়া, যুবলীগ নেতা দবির মিয়া, শাহিন আহমদ, আনছার আলী, নজির আহমদ, আব্দুল আকিদ, নূরুল মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট প্রমূখ।