বিশেষ প্রতিনিধি :
অবশেষে জেলা প্রশাসকের সহায়তায় দালালদের হাত থেকে দূর্ঘটনার টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
গতকাল সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক ইশরাত জাহান এসব টাকা তুলে দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৫জুলাই তারিখে চুনারুঘাট উপজেলার বাউর গ্রামের মৃত আইয়ুব আলীর স্ত্রী মোছাঃ মিনারা খাতুন, বীর মুক্তিযোদ্ধা মোঃ সফর আলীর ছেলে মোঃ আব্দুর রহিম রাজ জেলা প্রশাসকের নিকট অভিযোগ করেন যে, ১৬ আগষ্ট ২০২১ তারিখে ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর নামক স্থানে ট্রাক-সিএনজি দূর্ঘটনায় ৭জন মারা যান।
তাদের মধ্যে ৫জনের পরিবার শ্রম অধিদপ্তরে অনুদানের জন্য আবেদন করেন। শ্রম অধিদপ্তর থেকে নিহত প্রত্যেকের পরিবারকে দুই লক্ষ টাকা করে অনুদান দেয়। কিন্ত চুনারুঘাটের কতিপয় দালাল বিভিন্ন অফিস খরচের অজুহাত দেখিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে পঞ্চাশ/ ষাট হাজার টাকা করে দিয়ে বাকী টাকা আত্নসাৎ করে নেয়।
অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ শোয়েব শাত-ঈল ইভানকে তদন্তভার দেওয়া হয়। সহকারী কশিমনার তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় দালালদের হাত থেকে টাকা ফেরতের ব্যবস্থা করেন।
অবশেষে দালালরা আত্নসাৎকৃত সমুদয় টাকা জেলা প্রশাসকের কাছে ফেরত দেয়। গতকাল জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে টাকা তুলে দেন।