বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগষ্ঠ) বিকালবেলা লাখাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শরিফ উদ্দীন এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উপজেলার বামৈ বড় বাজারসহ বিভিন্ন স্থানে পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অবৈধভাবে চিপস তৈরির জন্য ‘নয়ন চিপস’ নামক প্রতিষ্ঠানকে (পক্ষে ব্যক্তি) ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়। এ সময় ৪৮০০ প্যাকেট চিপস ধ্বংস করা হয়।
এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী দুইজনকে ১০০০/- (এক হাজার) টাকা জরিমানা করা হয়।
আইনশৃংখলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন লাখাই থানা পুলিশের পুলিশ পরিদর্শক ( এস,আই) সদরুল হাসান খান এর নেতৃত্বে একটি চৌকস টিম।জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।