বিশেষ প্রতিনিধি :
সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে গৃহ সংস্কারের জন্য প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক প্রতিটি ঘরে পৌছে দিচ্ছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার উপজেলা নিবার্হী কর্মকতার্ শেখ মহি উদ্দিন আনুষ্ঠানিকভাবে উপজেলার করগাও ইউনিয়নের বিতরণ শুরু করেন। এসময় তিনি ইউনিয়নের ১০টি পরিবারের হাতে ১০হাজার টাকা করে মোট ১লক্ষ টাকা তুলে দেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা জানান, বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলার ১৩টি ইউনিয়নের প্রায় ৩৫০টি পরিবারের হাতে ১০হাজার টাকা করে মোট ৩৫লক্ষ টাকা সরাসরি ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যে আমাদের কাছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কতর্ৃক ক্ষতিগ্রস্থদের তালিকা দেওয়া হয়েছে।
তালিকা যাছাই বাছাই করার জন্য ৫সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি। কমিটি সেই তালিকা অনুযায়ী মাঠ পর্যায়ে যাছাই বাছাই করেছেন। মঙ্গলবার থেকে বিতরণ শুরু হয়েছে, পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে প্রতিটি পরিবারের হাতে এই টাকা তুলে দেওয়া হবে।