সৈয়দ সালিক আহমেদ :
প্রধানমন্ত্রীর বিশেষ কার্যক্রম ভর্তুকী মূল্যে সারাদেশে নি¤œ আয়ের পরিবারের নিকট নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম হবিগঞ্জে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল জেলা প্রশাসক ইশরাত জাহান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কশিমনার ব্যবসা ও বাণিজ্য শাখার মোছাৎ তাসমিন জাহান খোয়াইকে জানান, জেলায় ৪৪জন ডিলারের মাধ্যমে ৭৭টি ইউনিয়নে ১৪আগষ্ট পর্যন্ত বিক্রি কার্যক্রম চলবে। গতকাল প্রথম দিনে হবিগঞ্জ সদর, শায়েস্থাগঞ্জ, মাধবপুর ও নবীগঞ্জ উপজেলায় কার্ডধারী ১হাজার ৪শত ১১জনের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হয়। পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় এ বিক্রি শুরু হবে।
উদ্বোধনী বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম, রিচি ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম প্রমুখ।