হবিগঞ্জ প্রতিনিধি ॥
হবিগঞ্জের ৩টি উপজেলার ২৫৬ জন নির্বাচিত জনপ্রতিনিধিকে সংবর্ধনা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। রোববার দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন দুইজন পৌরসভার মেয়র, তিনজন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ছয় জন। বাকীরা ১৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ এতে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ফরিদ আহমদ অলি, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানর আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, জাকির হোসেন চৌধুরী অসীম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, জনপ্রতিনিধিরা জনগণের পবিত্র দায়িত্ব পালন করেন। বিনিময়ে জনগণের ভালবাসা ছাড়া তাদের তেমন কিছু পাওয়ার নেই। এই পবিত্র দায়িত্ব পালন যেন কিছু মানুষের জন্য প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।
সংবর্ধিত জনপ্রতিনিধিরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, আমরা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করি। এমপি আবু জাহির আমাদের সেই কাজের স্বীকৃতি দিয়েছেন।
এতে আমরা আনন্দিত ও কৃতজ্ঞ। এ সময় তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি আবু জাহিরকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে এমপি আবু জাহির ও অন্যান্য অতিথিবৃন্দ সংবর্ধিত ব্যক্তিদের হাতে ক্রেস্ট তুলে দেন। দুপুরে খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।