বিশেষ প্রতিনিধি :
আন্তজেলা মোটর সাইকেল চোর চক্রের ৩সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় চুরি হওয়া একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে হবিগঞ্জ জেলা পুলিশ ।
পুলিশ জানায়, মে মাসের ২৫তারিখ বানিয়াচং উপজেলার নোয়া পাথারিয়া গ্রামের হাফেজ মোঃ ফজলুল হক তালুকদার রাত ৯টার সময় জেলা সদর হাসপাতালের সামনে তার মোটর সাইকেল রেখে রোগী দেখতে যান। রাত পৌনে ১১টার সময় তিনি ফিরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নাই।
পরে তিনি সদর থানায় একটি সাধারণ ডায়রী করেন। সদর থানা পুলিশের উপপরিদর্শক সুকোমল ভট্রাচাযর্য সিসিটিভি ফুটেজের সূত্র ধরে উমেদ নগর থেকে আব্দুল হক নামে একজনকে আটক করে। পরে সে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্ধি প্রদান করে।
তার স্বীকারোক্তির আলোকে সিলেট বালাগঞ্জ উপজেলা থেকে হুসিয়ার আলী নামে আরেকজন আটক করা হয়।
পরবতর্ীতে তাদের দেওয়া তথ্য অনুসারে গত ২৬জুলাই সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ গ্রামের শওকত আলীর ছেলে মোঃ সামছুল ইসলাম (২১) দক্ষিণ সুরমা ধরাধরপুর এলাকার মৃত আওলাদ হোসেনের ছেলে রাফাত হোসেন রাফি (২২) জৈন্তাপুর উপজেলার ঘিলারতল এলাকার সবু মিয়ার ছেলে রুহেল আহমদ বাবু (২৪)কে সিলেট শহরের তালতলা এলাকা থেকে আটক করা হয়।
এসময় চুরি হয়ে যাওয়া মোটরসাইকেরটি উদ্ধার করা হয়। এব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।