বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :
বাহুবলের কাশিপুর গ্রামে মাইক্রোবাস চাপায় মিজান উদ্দিন (১৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।
ঘটনাটি গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার লামাতাসী ইউনিয়নের কাশিপুর গ্রামের রাস্তায় সংঘটিত হয়। নিহত শিক্ষার্থী মিজান ওই গ্রামের ফজর উদ্দিনের ছেলে এবং মিরপুর জামেয়া হুসাইনিয়া মাদ্রাসার৷ ছাত্র।
জানা যায়, বাহুবল উপজেলার ৫নং লামাতাসী ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে মিজান মিয়া(১৭) বাড়ির পাশে রাস্তা দিয়ে যাচ্ছিলো। এ সময় একই গ্রামের প্রবাসী তাহির মিয়ার ছেলে ডুবাই প্রবাসী সেকুল মিয়া(২০) গ্রামের রাস্তা দিয়ে মাইক্রোবাস চালাচ্ছিলো। হঠাৎ মাইক্রোবাসটি মিজান মিয়াকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।
এসময় পরিবার ও আশপাশের লোকজন এগিয়ে এসে মিজানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিজান মিয়ার মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাস।